বসে বসে ভাবছি আমি,
        কত কথা মনে মনে;
ঘৃনা, ভালবাসা, অহংকার,
         কেউ কি তা জানে?


প্রিয় কেন অপ্রিয় হয়,
       কোন প্রেমের দোটানায়;
মূল তুলে ফুল কেন-
        তাঁরা ভাসায় যমুনায়?


আপন কেন পর হয়?  
         মনের হয় বিভাজন;
কেন স্বার্থ বাঁধা দেয়?
         প্রেম যেথা ব্যথাপায়।

যেখানে গভীর সংকট আসে,  
           ঐ চেতনার চিত্তে;
তথা ভালবাসা নির্দয় হয়,
           প্রেমের সেই বৃত্তে।


ব্যথা যদি কথা কয়,
প্রেম তবে কোথা যায়?
           থাকে বসে নীরবে আঁধারে;
জটিল মনের সেই সংঘাতে?
হৃদয়ের ব্যথা জাগে অঙ্গেতে,          
                       চিত্তে শুধুই তারে সাধারে।

৩রা কার্তিক, ১৪২৪,
ইং ২১/১০/২০১৭,
শনিবার, ভোর ৮টায়।