কালের গতি বইছে অতি
নয়তো কারো দায়;
শৈশব কৈশোর যৌবন তাই
ক্রমঃ পর্যায় ধায়।


আমরা কবি তাইতো ভাবি
গভীর মননই দর্শন;
দেখি প্রকৃতির ঐ খেলাঘরে
মেঘের সাথে বর্ষণ।


দুঃখের সাথে যেমন সুখ
কষ্টের সাথে আশা;
সব ফুরিয়ে যায় না বন্ধু
থাকে একটু ভালোবাসা।


সেই ভালোবাসার অনুভূতিটা
যাহার মনে আছে;
পারে না দুঃখ দিতে কাউকে
হারে বাঁধার কাছে।


কাব্যিক চেতনা শুধুই বেদনা
প্রকাশে আনন্দ পায়;
ফলে বিশ্বজগত পুলকিত হয়
একেই দর্শন কয়।


১১ই আশ্বিন, ১৪৩০,
ইং ২৯/০৯/২০২৩,
শুক্রবার সন্ধ্যা ৬:২০। ২১৪৪, ১৯/১০৮, ০১/১০/২০২৩।