ছিলে তুমি আমার আপন,
চলে গেলে কোন সুদূরে?


আজ আমি তোমায় অনুভবি,
      আমার সকল কাজের মাঝে;
কেন হারাই আমি তোমায়?
       তুমি আমায় হারাওনা যে।


ঐ তো বুঝি চেয়ে আছো-
          ফুল হয়ে আমার পানে,
সুর হয়ে ভরে দাও-
         আমার কন্ঠ গানে গানে।


তুমি ঝর্না হয়ে বয়ে চলো,
কোন সুদূরের ডাকে বলো?          


জড়-জীবন পায়, তোমার ছোঁয়ায়,
               সবুজ হয় সরসে;
ঐতো আবার-সমতল ভাসিয়ে দাও,
           তোমার প্রেমের পরশে।


ভাবনায় অতীত আজ প্রকট হয়,  
         হারানোর গভীর বেদনায়;
হৃদয়-মরুভূমে অশ্বত্থের ছায়া চায়,  
         প্রাণের এ কোন যাতনায়।


আমিও একদিন হারায়ে যাবো,
           ঠিক ঐ তোমার মত;  
সেদিন তুমি বুঝিতে পারবে,
           হারানোর ব্যথা কত।


৩রা কার্তিক, ১৪২৪,
ইং ২১/১০/২০১৭,
শনিবার, ভোর ৬টায়।