জৈব জীবের মৃত্যু ঘিরে,
গৃধিনীরা সব উপচে পড়ে।
          সময় থাকতে কেউ দেখেনা,
          ভাল, মন্দ কেউ ভাবেনা ।
ভোটের বৈতরনী পার হতে
আসবে ছুটে গভীর রাতে।
           বন্ধু সেজে বলবে এসে,
           আছি বন্ধু তোমার পাশে।
পেরিয়ে গেলে কঠিন সময়,
চিনবে না আর যে তোমায়।


এই জগৎটাকে মুক্তি দিতে,
          নতুন ভাবনা ভাবতে হবে;
নিজের স্বার্থে, সবার স্বার্থে,
           চিত্ত চেতন জাগাও তবে।


হারমানা হার মানব নারে,
            নতুন করে বাঁচতে হবে;
নবীন সূর্য্যের আলোর তেজে
         আয় ছুটে আয় আয়রে সবে।


৬ই ভাদ্র, ১৪২৪,
ইং ২৬/০৮/২০১৭
বুধবার বেলা ১১.৩০টা।