তোমরা দেখনা- এসে-  
রবি, নজরুল, সুকান্ত, মধু,
বঙ্কিম,শুনীল,জীবন, যোগীন,
সত্যেন,সুকুমার, গোলাম,জসীম,
কে কোথায় লুকিয়ে আছে,
আলোয় দীপ্ত নবীনদের মাঝে।


হয়তো খুঁজে পেয়ে যাবে-
সুফিয়া, শামসুর, আহসান হাবীব,
শামসুল,ফারুক,কায়কোবাদ,আবুল,
কামীনী, রজনী, যতীন্দ্র, বুদ্ধ,
ঈশ্বর, প্রেমেন্দ্র, হুমায়ুন, শক্তি,
কুসুম, সুভাষ, বিনয়, জীবন,
তরুনদের মাঝে- এই জগতে।


অনাদরে কেউ বা হারায়,
পথের দিশা কেউবা না পায়।
আপন ভেবে আদর করে,
স্নেহের ভরে ডাকো না তারে।  


নতুন বলে-
দিওনা ঠেলে অনেক দূরে,
জগৎ সভায় আলো করে,
এরাই একদিন আসবে ঘুরে।


যে দিশা পায়নি কেহ,
ছিল আঁধার ঘেরা চিত্ত গেহ,
          অতীতের সেই বসন্তে;
হয়তো এবার উঠবে জ্বলে
ভোরের আলো-
ঘুচবে সব মনের কালো,
    বাজবে ভৈরবী রাগ-দিকদিগন্তে।


১২ই ভাদ্র, ১৪২৪,
ইং ২৯/০৮/২০১৭,
মঙ্গলবার, সকাল ৮টা।