ইচ্ছা নদী ছুটে চলে-
ইচ্ছারা তাই আমায় বলে,
           ঐ সুদূর পারের কথা;
অজানা দেশ কেমন হবে?
দেখ-না ইচ্ছা ছুটেই তবে,
      মিলতে পারে নতুন কিছু তথা।


আমার ইচ্ছা, তোমার ইচ্ছা,
অবুঝ, সবুজ, সকল ইচ্ছা।
        এই তো সবার ইচ্ছা নদী;
মনের মত ফুলে সাজাইয়া,
ইচ্ছার তরী দেও ভাসাইয়া,
      সাহস করে ভাসতে পার যদি।


ইচ্ছা করে ভালবাসতে,
ইচ্ছা করে কাছে আসতে,
       ইচ্ছার ঢেউয়ে হাবুডুবু খাই;
ইচ্ছার পথ কঠিন তরো,
ইচ্ছা ছাড়া চলতে নারো,
     ইচ্ছা ছাড়া আমরা কোথা যাই।


ইচ্ছা মোদের জীবন মরণ,
প্রকৃতির যে-তাই তো ধরন,
      জীবন দিয়ে তাই-ই বুঝি নাই।
ইচ্ছা নদী চলছে ছুটে,
সকল ইচ্ছা হাওয়ায় জোটে,
    চেতনার ইচ্ছা কোথায় খুঁজে পাই?


ইচ্ছা মোদের মরণ বাঁচন,
ইচ্ছায় আসুক সেই সে চেতন,
     চেতনার আলো ইচ্ছা করুক জয়;
সুপ্ত রুদ্র জাগুক ধীরে,
মননের সেই চেতন নীরে,
সম্মুখের ঐ সকল বাধা পার হব নিশ্চয়।  


৮ই অগ্রহায়ণ, ১৪২৪,
ইং ২৫/১১/২০১৭,
শনিবার, বিকেল ৫টা।