অণুতে অণুতে বিস্ফোরণে
সৃষ্টি হয় জীবন;
ঐ পরমাণুর মহাবিস্ফোরণে
হয়েছিল সৃষ্টি ভুবন।


একে একে পেরিয়ে গেল
শৈশব কৈশোর যৌবন;
ভুবনটাক্রমে হতেই পারতো
যৌবনের সেই মৌবন।


সুন্দর এই ধরার মাঝে
হয় প্রেম ভালবাসা;
বাঁচিয়ে রাখতে ভুবন টাকে
মনে জাগে আশা।


ব্যভিচারী হলেই পরে
হবে ধ্বংস ধরা;
চিনতে হবে জানতে হবে
ধ্বংসের দুত কারা।


২০শে চৈত্র,১৪৩০,
ইং ০৩/০৪/২০২৪,
বুধবার সকাল ৯:০৮। ২৩৩৪,২০/১৯৬, ১০/০৪/২০২৪।