জীবন যুদ্ধ সৃষ্টির জন্য
আমরা করে থাকি;
যুদ্ধ ছাড়া হয় না কিছুই
থাকবে সবই বাকী।

নতুন আলোয় নতুন ভোরে
থাকে সবাই  মাতি
যুদ্ধ ছাড়া যায়না পাওয়া
কোথায় তাঁরে রাখি?

আমার যুদ্ধ আমি করব
কেউ দেবে না করে;
স্বাধীনতার ওই আত্মসুখ
আসবে যুদ্ধজয়ের পরে।

২২ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৬/০৬/২০২২,
সোমবার বেলা ১১:৪২। ১৭১৩,  ১৭/০৬/২০২২।