জ্ঞানের কথা জ্ঞানের বার্তা
চেতন চিত্ত মানে;
অন্তর দিয়ে তাহাই তারা
আপন-মনে শোনে।

এই জগতে তাঁদের সংখ্যা
বড্ড বড় কম;
হিতোপদেশের তাইতো বুঝি
নাইরে তত দম।

কেউ শুনেনা ভালোর কথা
মন্দ কথায় ঝোঁকে;
আর জগৎজুড়ে পেশী বলি
আপন শিঙ্গা ফোঁকে।

ওই ব্যক্তিস্বার্থ গোষ্ঠীস্বার্থ
জগৎ জুড়ে দেখি;
জন্ম থেকে মৃত্যু অবধি
তাইতো সবাই শিখি।

এই আমরা যারা অর্ধচেতন
ঘরে বসে থাকি;
দেখ প্রতিবাদী সুর হারায়ে
ভোগে যারা বাকি।

৩০ শে বৈশাখ, ১৪২৯,
ইং ১৪/০৫/২০২২ ,
শনিবার সকাল ৯:৪৪। ১৬৮০, ১৫/০৫/২০২২।