বন্ধু চলে গেলে কষ্ট হয়,
    কোথা যায়? কেউ জানিনা;
আমরাও যাব চলে ঐ পারে,
      সে কথা কেন ভাবিনা?


ছাড়িতে কষ্ট হয়,
পরাণ কাঁদে তায়,
        বিদায়ের লগ্ন বেলায়;
জীবনে নামিবে সন্ধ্যা,
মৃত্যু সে নয় বন্ধ্যা,
      আমরাও ভাসিব ভেলায়।


আমরা আছি, আমরা থাকবো
          জীবন কালেই ভাবি;
প্রভাতের পর  সন্ধ্যা নামিবে,
          তাই অস্তাচলে রবি।


জীবন কাব্যের পাতায় পাতায়,
            ঝরছে আঁখি জল;
সুখের চাইতে দুঃখ বেশী,
            তাই হৃদয় চঞ্চল।


১৪ই ভাদ্র, ১৪২৪,
ইং ৩১/০৮/২০১৭,
বৃহস্পতিবার,
রাত১২.৩০টা