মাতৃগর্ভে জন্ম পিতার ঔরসে,
               সেই তো জীবন;
কোলে-কাঁখে পরে হাত ধরে চলা,
            এই তো নবীন তপন।


ধীরে ধীরে শৈশব, কৈশোর, যৌবন,
           যেন কলম, কালি, খাতা;
পথের দুই ধারে দেখি নাই আমি,
          খুলিয়া বইয়ের সেই পাতা।


  ভাল, মন্দ,‌ সুখ, অসুখ,
              বিচার করিনি কভূ;
  অনুকরণ প্রিয় জীবের মতন,
                পথ চলেছি তবু।


  বুদ্ধি বিবেচনা সবই তো আছে,
              চিত্ত চেতনার মাঝে;
   জাগ্রত করিনি সচেতন ভাবে,
             লাগাইনি তাতো কাজে।


   অনুসরণ কৃত সংস্কার মুক্তি,
             হয়না তো যুক্তি দিয়ে;
    অভ্যাস সে তো স্বভাবজাত,
             জীবনের ভালমন্দ নিয়ে।


     বুদ্ধি, যুক্তি চেতনা শক্তি,
                যখন সূক্ষ্মতর হবে;
     তবেই জীবন জীবনের সংজ্ঞা,
               আপনকরে খূঁজে পাবে।


     জন্ম, মৃত্যু, এ কঠিন যুদ্ধ,
                 সে অপরূপ রূপময়;
     সেই জীবনযুদ্ধে লড়াই করিতে,
                এ জীবন পাবেনা ভয়।
    ২৬শে শ্রাবণ, ১৪২৪,
    ইং ১২/০৮/২০১৭, শনিবার, সকাল ৯টা।