প্রেমের ভাটা হিংসার জোয়ার
জগত জুড়ে চলছে এবার।
কারুর লক্ষ্য শুধুই গদি
জিততে পারে একবার যদি।


ক্ষমতাটা ওই এমন মন্ত্র
ভোটের খেলায় বন্ধ যন্ত্র।
ভোটার ছাড়া সকল ভোট
পেতেই হবে দিয়ে নোট।


শক্তি দম্ভ একেই বলে
সেই খেলাটা হেথায় চলে।
চোর গুন্ডা বদমাইশ যতো
ভোটের খেলায় থাকে রত।


ওই লেখাপড়া শিক্ষা দীক্ষা
হয় না করতে কোন ভিক্ষ।
পয়সা হলে মিলে সার্টিফিকেট
তাও যদি হয় ডিলিট ডক্টরেট।


এদের জন্যই সব ধ্বংস হলো
জ্ঞান বিজ্ঞান যাহাই বলো।
আর সত্যকে মিথ্যা বানিয়ে
অতীতটাকে ওরা দেয় ঘুরিয়ে।


সেই ইতিহাসের আসল সত্য
হয় না তাহা কভু ব্রাত্য।
কত মিথ্যা এলো গেল
অমর সত্য সত্যই রইল।


প্রভাত রবি তাইতো ওঠে
সন্ধ্যা এলে আঁধার জোটে।
অবাস্তব কি বাস্তব হয়
গুনীরা সম্মান আজও পায়।


সত্য থাকবে সত্যের পথে
মিথ্যা ক্রমে ধ্বংস হবে।
যতই বলো পারে না কেউ
ধ্বংস করতে সৃষ্টির ঢেউ।


সুখের পরে আসবে দুখ
সৃষ্টির ধারার সেটাই মুখ
জোয়ার ভাটা এই জীবনে
প্রেমের খেলায় দুঃখ টানে।


৮ই বৈশাখ, ১৪৩০,
ইং  22/04/2023,
শনিবার রাত ১১:৫১। ১৯৮৬, ২৩/০৪/২০২৩।