সময় চলিতেছে বয়ে,
         নদীর স্রোতের প্রায়;
জীবনটা একই ভাবে,
         আদির পানে ধায়।


কাল কলি তাই বলি,
          সময় এলে পরে;
সব উত্তর পেয়ে যাবে,
      একান্তে নিজের অন্তরে।


শত্রু বড় ধৈর্য্য ধর,
          কালের প্রেক্ষাপটে;
নবীন সূর্য্য অস্ত যাবে,
          প্রকৃতিই তাই বলে।


১৯শে মাঘ, ১৪২৪,
ইং ০২/০২/২০১৮,
শুক্রবার, সন্ধ্যা ৭টা।  B.K. 423.