জীবন আসে জীবন যায়
মানতে হবে সব সময়;
দুঃখ কষ্ট সব মিলিয়ে
কালের স্রোতে জীবনধায়।


একক সুখ একক দুখ
নয় জীবনে শুধুই ভুখ।
মনের তৃপ্তি বড় কথা
না হলেই আসে ব্যথা।


থাকলে সুখ-দুঃখ পাশাপাশি
পায় আনন্দটা তখন বেশি।
অভাববোধ হারিয়ে গেলে
সেই আনন্দটা নাহি মেলে।


জীবন দর্শন বড় কঠিন
আলো-আঁধারে মিলেই দিন।
শ্রান্তির পরে অবসরে সুখ
দেখে জীব আনন্দের মুখ।


দর্শন তাই সত্য খোঁজে
মিথ্যা দিয়ে সত্য বোঝে।
জনম মরণ যেমন চলে
দুঃখ এলে সুখ ও মেলে।


শত্রু মিত্র ধরলে হাত
কাটবে বন্ধু সুখের রাত।
কান্না ছাড়া হাসি কোথায়?
সুখের সন্ধান মেলে ব্যথায়।


২৬শে চৈত্র, ১৪২৯,
ইং ১০/০৪/২০২৩,
সোমবার রাত ১১:৫৯। ১৯৭৫, ১২/০৪/২০২৩।