নবীন সূর্য্য উঠছে আকাশে,
        লাল আবির ছড়ায়ে দিয়ে;
সেই আবিরে রঙ্গিন হবে জগৎ,
        সবার প্রাণের আনন্দ নিয়ে।


স্বাধীনতা সবারই আনন্দ যে,
         সে তো ব্যক্তি আনন্দ নয়;
ব্যক্তি আনন্দ, সবার আনন্দ হলে,
          তবেই থাকেনা আর ভয়।  


এক শাসক তাড়িয়ে শোষক এনে,  
        রক্তক্ষয়ী স্বাধীনতার নামে;
দিশাহীন হবে তার ভাবনা চিন্তা,
        সৃষ্টি ছাড়া-হবে সে মননে।


ব্যক্তি ভাগ্যলক্ষী হবে সুপ্রসন্ন,
     দেশের মানুষ যতই কষ্ট পাক;
নিজের ভান্ডার করতে পূর্ন,
      থাকবেনা তার কোন রাগঢাক।


এই কি সেই স্বাধীনতা?
    পাবে আমজনতার রক্তের বিনিময়;
সুফল লভিবে ব্যক্তি মানুষেরা,
    বইবে-সাধারন মানুষ তাদের দায়।


ব্যক্তি মানুষ, না মানুষের বন্ধু,
                কাঁকে দেব হেথা ঠাই?
ভাবতে হবে জনগণকেই,
             কার স্বাধীনতা আমরা চাই?


২৫শে কার্তিক, ১৪২৪,
ইং ১২/১১/২০১৭,
রবিবার, বেলা ২টা।