জীবন পেলে মরণ হবে
এই ধরাতে রুখবে কে?
কেন আশা, কেন যাওয়া?
নিয়ন্ত্রককে জানিনা যে।


পরম সত্য জেনেও মানুষ
ভুল ত্রুটি করেই চলে;
ওই ব্যক্তি স্বার্থে মিথ্যাচারে
সত্য ছেড়ে কথা বলে।


চেতন চিত্ত খুলবে কবে
তবেই তাঁরা মানুষ হবে;
পরের দুঃখ আপন করে
এই জগতে ফুল ফোটাবে।


এই জন্ম মৃত্যুর খেলাঘরে
কি সুখ খানিক লোভে?
ক্ষণিক সুখে করলে অন্যায়
দুঃখ পাবে মানুষের ক্ষোভে।


সুখের পরে দুঃখ আসে
আবার দুঃখের পরে সুখ;
তবে কেন এই সমাজে
ওই ঢেকে চলবে মুখ।


১৩ ই চৈত্র, ১৪২৯,
ইং ২৮/০৩/২০২৩,
মঙ্গলবার রাত ১০:৪৩। ১৯৬১, ২৯/০৩/২০২৩।