হৃদয় আজ মম তা-থৈ থৈ
হজম করতে লাগে দই;
ভাড়ার থেকে ছিটকে গেল
একে একে সকল খৈ।


পেট খালি হাতে তালি
দিশা হারা সবাই;
কোথায় গেল সেই দাপট
ওই কথাটা ভাবাই।


জীবন দিয়ে লড়তে গিয়ে
হারিয়ে ফেললাম সব;
বাঘ গেল ঐ মহিষ গেল
কি হাহাকার রব!


মিথ্যা দিয়ে যায় না ঢাকা
সেই সত্যের মুখখানি;
সত্য সনাতন রবির আলো
লাগে না কোন গ্লানি।


কঠিন শিক্ষা পেয়ে গেলাম
কেউ করোনা লোভ;
লোভে পাপ পাপে মৃত্যু
এই জীবনের ভোগ।


১৯ শে চৈত্র, ১৪২৯,
ইং ০৩/০৪/২০২৩,
সোমবার রাত ৮:৫৪। ১৯৬৭, ০৪/০৪/২০২৩।