খর  তপ্ত বৈশাখ  মাস
বইছে সবার ঘন শ্বাস।
তৃষ্ণায় ফাটে বক্ষ সবার
বৃষ্টির জলে শান্তি তাহার।


বিলের মাঝে ঝিলের পাড়ে
হিজল গাছে বসে ওরে।
ডাকছে শালিক আপন মনে
ওই বৈশাখ মাসের এমন দিনে।


তাপের ফলে ঝাঁঝাঁ করে
থাকতে চায় আপন ঘরে।
পেটের দায় আর কি সয়
যেতেই হবে থাকলেও ভয়।


বড় কঠিন লাগে জগতটা
বাঁচাতে গিয়ে এই পরানটা।
কেউবা ছোটে কেউ বা বসে
কেউ বা কাঁদে কেউবা হাসে।


সৃষ্টির ধারায় বিভেদ  তাই
পারেনা হতে আপন সবাই
সাম্যের বাঁধন কোথাও নাই
মিলবে কোথায় শান্তির ঠাঁই।


২৮ শে চৈত্র, ১৪২৯,
ইং ১২/০৪/২০২৩,
বুধবার সকাল ১০:১৬। ১৯৮৫, ২২/০৪/২০২৩।