আমরা কাঁদি, আমরা হাসি,
সময়টা বয়ে চলে ধীর গতিতে;
আসে দুখ, সাথে নিয়ে সুখ,
চলে দিন-রাত আপন মতিতে।


রাত কেটে যায় আসে ভোর,
জগতকে দেখি এক নতুন রূপে;
অবাক বিস্ময়ে তাকায়ে থাকি,
ভাবি জীবনের কতটুকু আছে বাকী।


ছেড়ে যেতে হবে একদিন,
জানিনা-সেই দিনক্ষণ আজ কিংবা কাল;
কি স্মৃতি রেখে যাব হেথা?
চারিদিকে ছড়িয়ে রবে শুধুই কর্ম ফল।  


৯ই জ্যৈষ্ঠ, ১৪২৫,
ইং ২৪/০৫/২০১৮,
বৃহস্পতিবার, বেলা ১০টা। 490 dtd 03/06/18.