চোখ বুজে যেন দেখি আমি,
          দাঁডায়ে মঞ্চের পরে;
দু-হাজার আঠারোর কবি সম্মেলনে।


কবি বন্ধুরা একে একে,
       কোথাও বা দল বেঁধে,
ধীরে ধীরে পা ফেলে,
      ঢুকিতেছে কবি সম্মেলনে।


হেথা হোথা আর কোথাও নয়,
       আহম্মদ নগর, মীরপুর,
এ যে বাংলাদেশের ঢাকায়।


একুশের ধারা পেয়েছে যারা,
         তাঁরা কি ভুলিতে পারে?
ধরণীর পরে প্রতিবাদের স্রোত,
           মানুষ বলিছে যারে।


রক্তের বিনিময়ে পেয়েছি আশা,
      জগৎ জুড়ে স্মীকৃত আজ;
             সবার মাতৃভাষা।


আমরা দাঁড়ায়ে হেথায়,
   যেথায় দাঁড়ায়ে জাতির পিতা,
      ঘোষেছিল বাঙালীর স্বাধীনতা।


বাংলা মায়ের শৃঙ্খল মুক্তি,
   আর মোদের এক নদী রক্ত,
                     বন্ধু-হয় নাই বৃথা।


আজ বাংলা কবিতা ডট কম,
       ঘোষিছে আহম্মদ নগর হতে;
বাংলা সাহিত্য আর কবি বন্ধুরা,
         শ্রেষ্ঠতম মাতৃভাষার মতে।
২৩শে পৌষ, সোমবার, ১৪২৪,
ইং ০৮/০১/২০১৮, সকাল ৭.৩০।