(১)
ওই আগুনে পুড়িলে বেগুন
হয়ে যায় কালো;
পেঁয়াজ তেল লঙ্কায় মাখলে
লাগে তাহা ভালো।
                  (২)
এই জীবনের চলার পথে
ওই থাকে সীমানা;
মৃত্যুর পরেই বলতে পারি
শুধুই না না।
               (৩)
অনন্ত দিক শূন্য উদভ্রান্তের মত
মোহময় যেন ওই মরীচিকা শত।
             (৪)
আকাশ পাতাল কাঁপে
কাঁপে ফুল  ফল;
ক্রমে ক্রমে শুকিয়ে যায়
ওই অশ্রু জল।
                (৫)
ওই গীতা কোরআন বাইবেলে
লেখা ঈশ্বর ভজনা;
মানুষ তাহা শোনে পড়ে কিন্তু
কিছুই শেখে  না।


কি মূল্য ওই পাণ্ডিত্যের?
বিফল হলো সব;
প্রেম ভালবাসার মূল্য নাই
শুনো হিংস্রের কলরব।


           (৬)
কাঁধে লয় সাথে বয়
হয়েও হয় না ক্ষয়।
যতক্ষণ বহে শ্বাস
ততক্ষণ থাকে আশ।


               (৭)
সকল জীবের একই ধারা
যৌন লালসায় ভোগে তারা।
সাধুর বেশে কেউবা ঘোরে
কেউ করে তা গায়ের জোরে।


২৮ শে চৈত্র, ১৪২৯,
ইং ১২/০৪/২০২৩,
বুধবার সকাল ১০:১৬। ১৯৭৯, ২রা বৈশাখ ১৪৩০,
                         ইং  ১৬/০৪/২০২৩।