ওই সুচিন্তিত মন্তব্য দেয় মনে নাড়া
জ্ঞানগর্ব চেতনা জাগাক দেশে সাড়া।
ধন্য হবে জনমন জ্ঞানীগুনীর কথা শুনে
দেশ হবে ঊর্ধ্বমুখী সেই জ্ঞানের টানে।


জীবজগতে আজ ওই চেতনার অভাব
দেখি জনমনে প্রকাশিত সেই স্বভাব।
ক্ষুদ্র স্বার্থে আপনকে যে পর করে
বুঝতে পারবে একদিন সে ধীরে ধীরে।


কবির ভাবনা জ্ঞানগর্ব উপদেশ বাণী
মিথ্যা ছেড়ে সত্যের পথে আনুক টানি।
হউক এটুকুই আজ সবার চাওয়া
প্রাণের সাড়ায় ঐ চেতনায় এটাই পাওয়া।


রাতের পরে দিনের আলো আসুক ধীরে
আলোর প্রভায় হবে আলোকিত জগৎ ওরে।
সেই দিনের আশায় বসে থাকি রাত্রি জেগে
আসুক নেমে সেই দিনটা ঝড়ের বেগে।


১৮ই  চৈত্র, ১৪২৯,
ইং ০২/০৪/২০২৩,
রবিবার রাত ১১:৫৩। ১৯৬৬, ০৩/০৪/২০২৩।