জীবন তরী ভাসিয়ে দিয়ে
আমরা ভেসে যাই;
সত্য করে বলো তো বন্ধু
আমরা কিছু পাই?


জন্ম থেকে এই অবধি
হাঁটলাম কত পথ;
পেয়েছি কি সত্যিই আমরা
বাঁচার কোন মত?


কেমন করে রইব বেঁচে
ওই জন্মেছিলাম হেথা;
মৃত্যুর পরেই সব শেষ
বুঝি জন্মটাই বৃথা?


কিছু রেখে যেতে চাই
ওই ভবিষ্যতের তরে;
থাকবে সুখে তাঁরা সবাই
মোদের স্মৃতি ঘিরে।


১০ই পৌষ,র২৪২৯,
ইং ২৬-১২-২০২২,
সোমবার বেলা ১২:২৩। ১৮৭৬, ০৩/০১/২০২৩।