প্রেমাকাশে মেলে দিয়ে পাখা,
      উড়তে ভাল নীল আকাশে ওরে!
যখন ফিরি নিজের ঘরে,
    কঠিন বাস্তব দেয় যে দেখা মোরে।


ভাবনা হারা, দিশে হারা,
আপন মনে চলছে যারা,
           তাঁরাই ভাল এই জগতে;
সবাই কেন পারেনা তাই,
           মিশে থাকতে প্রকৃতিতে।


প্রকৃতি যে শেখায় কত-
আপন করে নিজের মত,
             তাঁর মত ভালবেসে;
রুদ্র রূপে দেহের ধূপে,
চেতনা আনে চুপে চুপে,
          আমাদের ভালোর আশে।


কোথায় শিখি?কেমনে শিখি?
তোমরা আমায় বল দেখি।
            কোথায় পাব এমন গুরু?
    আর- কোথা থেকে করবো শুরু?


শুনেছি শুরুর কোন সময় নাই,
প্রানের কাছে জিজ্ঞাসি তাই-
          কোথায় গিয়ে পাবো তাঁরে?
চিত্ত গুরু, চেতনা তার বাণী,
সবার কাছে ঐ কথাটাই শুনি,
       সময়ে প্রকৃতি নেয় আপন করে।
          
২রা মাঘ, ১৪২৪,
ইং ১৬/০১/২০১৮,
মঙ্গলবার, রাত ১০.৩০টা।