চোখ মেলে দেখতে পাবে,
               ক্ষুদ্র পরিসর;
চোখ বুজে বিশ্বজগৎ দেখ,
             তোমার ভিতর।


ক্ষুদ্র ভাবনায় আনন্দ নাই,
             ক্ষুদ্র দৃশ্য দেখে;
আবার ক্ষুদ্রাতিক্ষুদ্রের মাঝে,
             মহাবিশ্ব ভাসে।


আমরা অন্ধ, অন্ধকারে-
       খুঁজে মরি কালো বাড়াল;
কবে খুঁজে পাবো তাঁরে,
      ছিড়বে ঘন-রহস্যের জাল।


দর্শন খোঁজে অদর্শনকে,
       গভীর যুক্তিতর্কের মাঝে;
ব্রহ্মবাদী ছড়ায় ব্রহ্মবাদ,
      তাঁর ব্যক্তি স্বার্থের কাজে।  


কোথায় আদি, কোথায় অন্ত?
কোথায় শেষ, ওরে পান্থ-
     মোদের এই তো চলার পথ?
সব পথেরই শেষ যে হোথা,
লক্ষ্যস্থির সবার করছে যেথা,
      তথায় মিলবে সবার মত।


১৩ই কার্তিক, ১৪২৪,
ইং ৩১/১০/২০১৭,
মঙ্গলবার, সকাল ১১টা।