পাশের বাড়ির গৌতম চলে গেল। কোথায় গেল, কেন গেল,
ভাববার অবকাশ নাহি পাই। সবাই বলে প্রকৃতির নিয়ম। লক্ষ
লক্ষ বছরের পৃথিবীর অবধারিত কৌশল আজও কেউ জানতে
পারল না। যদি ও প্রয়াস অব্যাহত। সেই অন্ধকার, অন্ধকারই
থেকে গেল। এলো, ছিল, গেল, কারও  কিছুই যায় আসেনি।
যারা ভালবাসলো কষ্ট পেলো, হারানোর যন্ত্রনায় অশ্রু ঝরলো,
তারপর যেই সেই। আবার কেউ যাবে এমনি ভাবে।এই অন্ধকারে
আলোর উৎস কোথায় পাব আর কোথা থেকে, কোথায় যাব, সবাই
দিশেহারা। উন্মাদ পৃথিবীর উন্মাদনা নিয়ে এমনি ভাবেই যাবে বয়ে।
একবার ভাববো না? কেন এলাম, কোথা থেকে এলা্ম আর দিনের
শেষে কোথায়ই বা যাবো ? খেলার শেষে ফিরে যাব আদিম বেশে
সেই অজানা দেশে। নদীর কূলে এসে, ভাবছি বসে, স্রোতের টানে  
এপার ভাঙ্গে, ওপার গড়ে, জোয়ার ভাঁটার এই যে খেলা এমনি ভাবেই
চলে। জীবনের এই যাওয়া আসা আঁধার ঘেঁষা আলোয় আসবে কবে?
চলো সবাই একবার দেখি,  কোথায় পাবো আলোর চাবি, কে দেখাবে পথ?
আদিম থেকে অন্তে যাওয়ার মিলবে না কি সেই আলোর রথ?


১৭ই মাঘ,১৪২৪,
ইং ৩১/০১/২০১৮,
বুধবার, সকাল ৯টা।