বন্ধু আমিও ছিলাম মুক্তিযোদ্ধা
ওই অন্তর চেতনায় হয়ে বোদ্ধা
করেছিলাম যুদ্ধ ওই স্বাধীনতার জন্য;
নয় মাসেই মিলেছিল তার ফল
খুলিতে পেরেছিলাম পরাধীনতার শৃংখল
হয়নি মুক্ত জাতি হয়েছে যে অন্য।


ধর্ম বর্ণ হিংসায় বেড়েছে জিঘাংসা
রাজাকার আলবদর এসে ক্ষমতায়
জাতির সংবিধান মাটিতে মেশায়;
ত্রিশ লক্ষ বাঙালি দিয়েছিল প্রাণ
তাতেও মা বোনেরা নিয়েছিল ঘ্রাণ
কত শত জ্ঞানীগুণির মৃত্যুর বিনিময়।


জীবনের শেষে পৌঁছে বৃদ্ধ বয়সে
শুনি জাতির পিতা বলে আজ হেসে।
কোন জাতি সহজে পেলে স্বাধীনতা
প্রকৃত মূল্য তার হয় না তো গাঁথা।
হিংসা দ্বেষে আর বিভেদে বিভেদে
পারেনা বহিতে জাতির দায়িত্ব কাঁধে।


দেশের মঙ্গল আর জাতির মঙ্গল
না ভেবে ওরা করে হোলি খেলা;
জগতের কাছে ছোট হয় জাতি
এভাবেই হীনতায় কেটে যায় বেলা।
আমরা জাতির পিতাকে করি অপমান
পারিবে কি কেউ ফিরাতে সেই সম্মান?


ছাব্বিশের গর্ব জাতির পিতা মুজিবুর রহমান
ওই সেই বেঈমানরা তাঁরে করে নাই সম্মান?
জানিনা কবে বঙ্গবন্ধু সম্মান ফেরত পাবে
আর তাঁর ধর্মনিরপেক্ষ সংবিধান বলবত্ হবে?
আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস রাখি আর বার
পাবে বাঙালি জাতি পুনঃ স্বাদ স্বাধীনতার।


১২ই চৈত্র, ১৪৩৯,
ইং ২৬/০৩/২০২৪,
মঙ্গলবার রাত ১১:৩৩।২৩২২, ২০/১৭৩, ২৯/০৩/২০২৪।