মনে হয়  ছোট্ট আমি, পথে হাঁটি,
            পিছে হাটে মা;
বলছে আমায়-ওরে খোকন  সোনা,
            জোরে ছুটিস না।


ওঃ তুই পড়ে যাবি, ব্যথা পাবি,
             খেলতে পারবি না;
তখন খেলার মজা ছেড়ে দিয়ে বলবি,
             কোলে নাও মা।


ছড়ার কথা পড়লে মনে,  
                  চোখে মায়ের স্মৃতি ভাসে;
মা ছাড়া যে ছড়ার শৈশব,
                 ভাবতে চোখে জল আসে।


মা তো আমার ছড়ার শৈশব,  
                        শুয়ে মায়ের কোলে ;
পাখা হাতে মা শোনাত কত ছড়া,
                        ঘুমের চোখে দুলে।


আর কোন দিন প্রিয় শৈশব,
                           ফিরে পাবো না;
শুধু স্মৃতির খাতায় পড়ে রবে,
                           ছড়ার সাথে মা।


২০শে মাঘ, ১৪২৪,
ইং ০৩/০২/২০১৮,
শনিবার, সকাল ৯টা।