হারিয়ে গেলাম, ফুরিয়ে গেলাম,
              কোন জগতের মাঝে;
  যখন ছোট্ট ছিলাম, ভাল ছিলাম,
              ছিলাম মায়ের কাছে ।


   ছিল ঘর জোড়া মোর খেলার মাঠ,
                  হামাগুড়িতে চলা ;
   আঘাত পেলে কাঁদতে বসা,
                  ব্যথার কথা বলা ।


  আদর করে কোলে নিয়ে ,
                বলতো আমায় মা ;
  খোকন সোনা বড় হলে ,
                  দুঃখ রবে না ।
  
যখন খোকন সোনা বড় হল ,
                কোথায় গেলে মা ?
  এই জগৎ মাঝে আর কি কভু,
                 তোমায় পাব না ?


২৩শে চৈত্র, ১৪২২,
ইং ০৬/০৪/২০১৬,
বুধবার সকাল ৮টা। ২৩০৭, ১/১৭২, ১৪/০৩/২০২৪।