মানুষ অমানুষ হয় -
    ব্যক্তিস্বার্থ আর লোভে;
কিছু মানুষ অমানুষ হয় -
     তাঁর বঞ্চনার ক্ষোভে।


মনুষ্যত্ব আজ লুকাকায়েছে মুখ,
    কোথা খুঁজে পাবে তারে?
গভীর আঁধারে ঢেকেছে ধরণি,
     ব্যক্তিস্বার্থ আর বঞ্চনার ভারে।


আমরা মানুষ, ভাবে কি মানুষ?
          মানবতার কথা ভেবে;
মান হুঁশ সব হারায়ে ফেলেছি,
          সেই চলার পথে কবে।


মানুষ আর পশুর বন্ধনে,
         মানবতা হারায়েছে সুখ;  
পাপ পুন্যের মহা মিলনে,,
       আজ ফেটে যায় তার বুক।


২৭শে কার্তিক,১৪২৪,
ইং ১৪/১১/২০১৭,
মঙ্গলবার, সকাল ১১টা।