মানুষ তুমি এসো ফিরে
দেখাও এবার দিশ
প্রেম প্রীতিতে ভরিয়ে দিয়ে
নিঃশেষ কর বিষ।


জ্বলছে দেখো চারিদিক ওই
দাউদাউ শিখা তার;
সেই তাপে অঙ্গার হবে বুঝি
শরীর মোদের মার।


মায়ের শরীর ধ্বংস হলে
সন্তান করবে কি?
বাঁচবো না  আমরা কেউ
হবে শূন্য ধরিত্রী।


মাকে তাই বাঁচিয়ে রাখতে
এসো ছুটে সবাই;
বুদ্ধি দিয়ে আর রক্ত দিয়ে
বাঁচাতেই হবে তাই।


মা বাঁচলে আমরা বাঁচবো
এ যে নাড়ীর টান;
নর নারায়ন আমরা সবাই
আসুক প্রাণে বান।


সেই বানেতেই ধুয়ে যাবে
জগতের ময়লা সব;
উঠবে নেচে এই মাধরিত্রী
আনন্দে উঠবে কলরব।


৬ ই চৈত্র,১৪২৯,
ইং ২১/০৩/২০২৩,
মঙ্গলবার দুপুর ১২:০৫। ১৯৫৭, ২৫/০৩/২০২৩/।