মায়েরা যে অন্তর আত্মা
বদলায় না সেই রঙ;
সময়ের ওই প্রেক্ষাপটে
বদলায় শুধুই ঢঙ।


ঘরে বাইরে থাকে মা
না থেকেও বাস্তবে;
চোখের কোনে অশ্রু আসে
কেবল আপন বিশ্বাসে।


গাছের শিকড় প্রোথিত ওই
ওই অনেক গভীরে;
রাখি তাহা আমরা ঢেকে
সেই রঙের আবিরে।


আবির যখন ধুয়ে মুছে
যায় ভেসে যায় দূরে;
মায়ের স্মৃতি প্রকট হয়
আসে আবার ঘুরে।


১৪ই চৈত্র, ১৪৩০,
ইং ২৮/০৩/২০২৪,
বৃহস্পতিবার সকাল ১০:০৭। ২৩২৬, ২০/১৭৮, ০৩/০৪/২০২৪।