না-না-না, ঐ কথাটি বলো না,
যে কথাটা বললে পরে,
মায়ের কথা মনে পড়ে।


ঐ মা ছিল মোর প্রাণের প্রাণ,
মা শোনাতো কত যে গান,
শুনতাম মায়ের কোলে বসে।


আমায় ফেলে চলে গেল,
       কঠিন ধরার বুকে;
দিশে হারা আমি হেথা,
      কাঁদি তাঁহার শোকে।

নীল আকাশে মেঘের ফাঁকে,
       উঁকি মারে তাঁরা;
মা হারা সন্তানেরা বলে শুধু,
    মেঘ একটুখানি দাঁড়া।


মায়ের মুখের হাসি বুঝি,
     তারার সাথে মিশে;
মা মনে হয় বলতে এলো,
     আমার পথের দিশে।


বলবে হয়তো ওরে খোকা,
জীবনের পথ বড্ড বাঁকা,
       সাবধানেতে যাস;
আমি আছি তোর সাথে,
কঠিন ঐ জীবন পথে,
শক্ত হাতে ধরে রাখিস রাশ।


৩১শে বৈশাখ, ১৪২৫,
ইং ১৫/০৫/২০১৮,
মঙ্গলবার, সকাল ৭.১০মিঃ। 472 dtd 15/05/18.