মেলার খেলা, চলছে হেলায়
      দেশ জুড়ে;
কে যে কার পকেট মারবে,
      ঘুরে ঘুরে।


রাখবে বেঁধে তোমায় আমায়
   আনন্দেরই মোহজালে;
সব হারাবো নিঃস্ব হবো
     নিজের ভুলে।


যখন ফিরব আমি দিনের শেষে
      শূন্য ঘরে;
চেতন চিত্ত ফিরবে কি মোর
     হৃদয় ধরে।


আর দেরি নয়, দেখনা চেয়ে,
      চোখটি মেলে;
জলে জাল ফেলেছে জেলেরা ঐ
তোমায় আমায় ধরবে বলে।


ওরে বাঁচতে যদি চাসরে তোরা,
      আয় না সবাই;
মোদের সব শক্তি এক করে ,
    ঐ ভাবনা ভাবি তাই।  


একের সাথে সমষ্টির লড়াই,
   ভয়ের তো আর কিছু নাই;
কঠিন মোদের জীবন যুদ্ধে,
    আমরাই তো জিৎতে চাই।  


১১ই পৌষ, ১৪২৪,
ইং ২৭/১২/১৭,
বুধবার, সকাল ৯টা।