ওই ধৈর্যবানের ধৈর্য শেখায়
মহান হওয়ার কথা;
মিথ্যার সাথে সত্যের বিবাদ
শুনি অনেক গাঁথা।


সত্য যখন প্রকাশের মুখে
মিথ্যারা ভয় পায়;
সত্য তাহার পতাকা নিয়ে
সম্মুখ পানে ধায়।


সত্য পথে চলতে গিয়ে
মিথ্যা বাঁধা দেয়;
পাপের বোঝা এমনি করেই
তাদের বেড়ে যায়।


মিথ্যা যখন ধ্বংসের মুখে
খুনখারাবি বেড়ে চলে;
হয়ে দিশেহারা পাগল তারা
যুক্তি ছাড়া কথা বলে।


ভালোর সাথে ভালই হয়
ধর ধৈর্য চেতনায়;
বুকের ব্যথা বুকেই রবে
পাপের বোঝা যারা বয়।


১৬ ই বৈশাখ, ১৪৩০,
ইং  ৩০/০৪/২০২৩,
রবিবার সকাল ৯:০৮। ১৯৯৭, ০৪/০৫/২০২৩।