মরুভূমে  মরীচিকা অপূর্ব লাগে,
     মোহময় মনি-মুক্তার মত;
শস্য শ্যামল সবুজের সমারোহ,
    অকৃতিম আনন্দ আনে যত।


ঐ মরীচিকা মিথ্যা মোহ,
          বাঁধে মায়ার জালে;
শস্য ক্ষেতের সবুজ দোলা,
          নাচে ছন্দের তালে।


রূপের যাদু প্রকৃতিতে,
         নানান ভাবে আছে;
মিথ্যা শুধুই কষ্ট দেয়,
          সত্যে হৃদয় নাচে।


৪ঠা আষাঢ়, ১৪২৫,
ইং ১৯/০৬/২০১৮,
মঙ্গলবার, সন্ধ্যা ৬.৩০মিঃ।  ৫০৬ তাং ২০/০৬/২০১৮।