আসছে দিন জড়িয়ে ঋণ
দুপুর বেলা এখন খেলা?


বিকাল হলে যাবে বলে
ভালো-মন্দ সকল ছন্দ।


ঐ ভবিষ্যৎটা কঠিন মতটা
সকল ভাবনা বাস্তব হয় না।


মত ও পথ ভাবনার রথ
আবেগে ভরা আঁধারে ঘেরা।


এটাই জীবন ক্ষণিকের পবন
দক্ষিণ হাওয়া বসন্তের ছোঁয়া।


আমরা যারা পাগল পরা
সত্য মিথ্যা হয় না বৃথা।


জীবন নিয়ে খেলছে হিয়ে
চেতন চিত্ত কঠিন বৃত্ত।


চেতনার ফসল আর ফলে না
তাই দুঃখের কথা কেউ ভাবে না।


ব্যক্তি স্বার্থ ওই পরমার্থ
ভালোবাসা হেথায় ব্যর্থ।


ডাকছে পাখি সুরবিহীন
ছন্দে মাত্রায় সবাই দীন।


আজ হারিয়ে মানুষ মানবতা
ফেলেছে হারিয়ে সেই সততা


আগুন যদি হারায় তাপ
সেটাই হবে অভিশাপ।


ওই প্রকৃতি যে ছন্দবদ্ধ
চারিত্রিক বৈশিষ্ট্য হয় না রুদ্ধ।


মানুষ যে পশুর জাত
কেমনে করবে তাহা শুদ্ধ?


২৬শে ফাল্গুন ১৪৩০,
ইং  ১০/০৩/২০২৪।
রবিবার বেলা ১:২০ । ২৩০৪  ,২০/১৪০ ১২/০৩/২০২৪।