ওই মুক্ত বিহঙ্গ, মুক্ত আকাশ,
তবু নিতে পারি না আমরা শ্বাস;
চারিদিকে দেখি স্বার্থের হানাহানি
কেউ কাউকেও করি না বিশ্বাস।

পাশে আশে থাকে যারা
স্বার্থের ভরা ভরে তাঁরা
হলে পূর্ণ তরী তাঁহার
কেউ থাকেনা পাশে আর।

থাকলে পাশে পড়বে ধরা
এটাই মানুষের বড় জরা;
কৃতজ্ঞতাবোধ থাকে না তাঁদের
একদিন না একদিন পরেই ধরা।

জীবনবোধের সেই চেতনা
হেথায় বুঝি কেউ মানে না;
দুঃখের বোঝা বেড়েই চলে
সুখ যে তাই আর মেলে না।

মায়ের কোলের সেই হাসি
আর কেউ আজ হাসে না;
ভাবে বসে আপন মনে
কেবলই ওই দেনা পাওনা।

মুক্ত হাওয়ায়, মুক্ত আকাশে
এখন আর কেউ উড়ে না
ওই সময়কালের এমন গতি
চেতন চিত্ত আর আসে না।

১২ই জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ২৭/০৫/২০২২,
শুক্রবার বেলা  ১০:৪৩। ১৬৯৪, ২৯/০৫/২০২২।