নগ্নতা, যৌনতা যদি হয়-
      লেখক, কবিদের ধারা;
সমাজ জীবন কেন হবেনা,
      তবে-অরাজকতার বারা?


যে থাকে গোপনে হৃদয় কারাগারে,
  প্রেমের ছোয়ায় ভালবেসে ওরে।
তারে টেনে কেন আলোয় আনা?
নৈসর্গিক প্রকৃতিতে থাকে কিছু মানা।
তা না হলে, ভরে যাবে স্বেচ্ছাচারে,
উচ্ছৃঙ্খল হয়ে যাবে ছন্দময় ধরা।


আইনগত দিক কিছু আছে,
    তাই নীল পাখি –
উড়িতে বাধা সীমাহীন নীল আকাশে;
তাই তারে বেঁধে রাখে অন্ধকারে,
    গোপন সেই কারাগারে।


কাম, কামনা, ইন্দ্রিয়ের খেলা,
সমাজে নিষেধ তাই ভাসাতে ভেলা।
মায়ের দেহ নিয়ে কেন শুধু খেলা?
নগ্নতা, যৌনতার এ কোন মেলা !


কিছু নারী, কিছু পুরুষ, সাহিত্যের নামে-
     হয়েছে উন্মার্গগামী;
ইন্দ্রিয় লালসা এনেছে কি টেনে?
     জানেন অন্তর্যামী।


হৃদপিন্ড ফুটো হলে-
     ফিনকি দিয়ে রক্ত ঝরে;
তাই দেখে কেউ কেউ,
     দু-হাত তুলে আনন্দ করে।


ভাবতে অবাক লাগে !
     মানুষের এ কোন ধারা;
সুন্দর ছন্দময় সাহিত্যের গতি,
     এনেছে কি এই মানুষেরা?


শাশ্বত প্রকৃতি-আর অপূর্ব ধরা,
       সাহিত্যের জন্ম দেয়,
তাই কিছু নব্য কবি লেখকদের,
          পাই বড় ভয়।