ভোরের আলো নিভে যাবে
সন্ধ্যা আসবে নেমে;
দেহের ছায়া মিলিয়ে কায়া
আধাঁরে যাবে থেমে।


আকুল পরান ব্যাকুল হবে
অজানা বাঁশি শুনে;
হৃদ মাঝারে উঠবে ঢেউ
সময় গুনে গুনে।


কালের গতি এমন মতি
রুখবে তারে কে?
কোন বাঁধা মানে না সে
নিয়ম এটাই যে।


পথের ডাকে তাই হাকে
খেয়া তরীর গান;
আপন জনের মাঝে বসে
উঠবে বুকে টান।


অজানার সেই বাঁশির সুর
ভুলিয়ে দেয় মন;
মোহ মায়া সব কাটিয়ে
থামবে জীবন রণ।


২৭শে  বৈশাখ, ১৪২৯,
ইং ১১/০৫/২০২২,
বুধবার সকাল ৮:০৮।