নৃত্য পাগল মানুষ,
উড়ায় তাঁরা ফানুস।
      ভাবেনা বাস্তবের কথা,
        হেথায় লাগে ব্যথা।
চাওয়া পাওয়ার রেশ,
কোথায় হবে শেষ?
          সুখের তরে দুখ,
         দু:খের তরে সুখ।
আকাশেতে চাঁদ,
অন্ধকারে খাদ।
         কোথায় কে যাবে?
         কোথায় হবে বাদ?
জীবনের পরে মৃত্যু,
মৃত্যুর পরে রাত।
         ভাবনা যেথা শেষ,
         সেথায় থাকি বেশ।


৩রা অগ্রহায়ন, ১৪২৪,  
ইং ২০/১১/২০১৭,
সোমবার, সকাল ৬টা।