নতুন দিনের নতুন আলো
নতুন রূপে ফুটুক;
অশুভ আঁধার সরিয়ে দিয়ে
সবাই এসে জুটুক।


ওই বাইশের সব অন্ধকার
যাক ফুরিয়ে হেথা;
নতুন বছর নির্মল তেইশ
যেন না হয় বৃথা।


সেই মানবতা আর মনুষ্যত্ব
হোক মানুষের কথা;
তবেই আসবে সুখ শান্তি
রবেনা কাহারও ব্যথা।


ফিরবে না আর দুর্বৃত্তরা
এটাই মোদের শপথ;
বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে
চালাবো দেশের রথ।


জনগণ এই দেশের মালিক
বন্যরা কেউ নয়;
কঠিন লড়াই লড়বে সবাই
হবে তাঁদের জয়।


১৫ই পৌষ, ১৪২৯,
ইং  ৩১/১২/২০২২।
শনিবার রাত ৬:১১। ১৮৭৫, ০১/০১/২০২৩।