ওগো অনন্তের কবি
যে কবিতা লিখে গেছো ওই প্রকৃতির মাঝে,
দেখি আমি রাতদিন অবাক বিস্ময়ে
বসে তোমারই সৃষ্ট ধরাণীর পরে।
জীবনের বেণু-বনে তোমার বাঁশরী শুনে
যায় কেটে রাত দিন গুনে গুনে।
যদিও পাইনি খুঁজে তোমার সৃষ্টিকে বুঝে
ওই অসীমের সীমানা কোথায়?
তৃষিত হৃদয় মোর কবে কাটিবে ঘোর,
তোমার অমৃত আলোর পরশে।
এই বিরাট মহারণ্যে খুঁজি রাতদিন হয়ে হন্যে।
তোমার সুর তোমার ছন্দ মন্দমধুর স্পন্দন
ওঠে জেগে অন্তরের অন্তস্থলে;
আর ওই বৃক্ষরাজির সবুজ পাতার তালে।
মুক্ত আকাশ দখিনা বাতাস নিতে পারি শ্বাস
ছন্দে ছন্দে মহানন্দে ফেলি নিঃশ্বাস।
সুখ-দুঃখ জন্ম মৃত্যু বইছে ঋতু
ছন্দের তালে তালে;
অবাক বিস্ময়ে হয়ে সিক্ত চোখের জলে
তাই চাই পেতে ঠাঁই তব চরণ তলে।


২৩ শে বৈশাখ, ১৪২৯,
ইং ০৭/০৫/২০২২,
শনিবার সকাল ৮:৫৪। ১৬৭৩, ০৮/০৫/২০২২।