এসেছি হেথায় কাতর ব্যথায়
ওগো জননী জন্মভূমি ;
পরানের টানে হৃদয়ের বাণে
ভুলিতে আজও পারিনি।

যেদিকে তাকাই দেখিবারে পাই
আমার চলার সরণি;
কত ধুলোবালি গায়েতে মেখেছি
যেন ঘরের ঘরনী।

চৈত্র দুপুরে আমের শাখাতে
খেয়েছি কত দোল;
হৈ হৈ করে ঐ বন্ধুরা সবে
বলিত এবার গাতোল।

তবু মনে হতো আরো কিছুক্ষণ
যদি পারিতাম থাকিতে;
আকাশ বাতাস সবুজের সাথে
দেহমন পারিত নাচিতে ।

জানিনা ব্যথা কোথায় লুকায়ে
বুকেতে আজ বাজিছে;
করুণ আকুতি নাই সেই শকতি
অশ্রুতে বক্ষ ভাসিছে।

২৫ শে জ্যৈষ্ঠ, ১৪২৯,
ইং ০৯/০৬/২০২২,
বৃহস্পতিবার রাত ১২:৩২। ১৭২২, ২৬/০৬/২০২২।