ধনের ধনী বড় নয়
ওই মনের ধনী বড়;
বড় হওয়ার লোভে পড়ে
ধনী ধন করেছে জড়ো।


পাহাড় প্রমাণ ধনের জোরে
প্রানে শান্তি আসে কি?
মনের শান্তি মনের ধনে
তাহা চেতনায় বুঝেছি।


বাইরের ধনে আসে না শান্তি
হয় অন্তর ধনী চেতনায়;
জ্ঞানের বিকল্প আর কিছু নাই
সব শান্তি দুঃখ বেদনায়।


জ্ঞান সম্পদ অন্তর মহান
ওই ধনের ধনী সে;
লোভে পাপ আর পাপে মৃত্যু
ধনী লোভ সংবরণ করে যে।


১৬ই  চৈত্র, ১৪২৯,
ইং ৩১/০৩/২০২৩,
শুক্রবার বেলা ১১:৩৩। ১৯৭৭, ১৪/০৪/২০২৩