তানকা বলো,
লিমেরিক বলো,
অন্তে ছন্দ সবই;
অন্ধকারে চাঁদের আলোয়,
দেখি মরুভূমি।

দশের শাসক,
দেশের শাসক,
কেমনে আসে বলো?
অন্ধকারে সাঁঝের বাতি
নিয়ন বাতি হলো।

খোলা মাঠে,
হাওয়া জোটে,
ভাবি অক্সিজেনে ভরা;
মধ্যরাতে আলোর ভাতি,
বসন্ততে খরা।

১৭ ই ভদ্র, ১৪২৬,
ইং  ০৪/০৯/২০১৯,
বুধবার, দুপুর ১২ টা।৭৬৯, তাং ০৪/০৯/২০১৯।