অর্থের ব্রত যারা করে
দুঃখ তাদের ছাড়ে নারে;
সেই অর্থই অনর্থ আনে
হাত ধরে আপন ঘরে।


জীবনটাকে চেনেনা এরা
পয়সাটাকেই চেনে;
পয়সা ছাড়া জীবন বৃথা
ওরা সেটাই জানে।


দিনের শেষে চোখের জলে
কাঁদে পয়সার থলি হাতে;
পয়সা তো আর সাথ দেবেনা
শেষে বুঝলো সন্ধ্যা রাতে।


যেই বোঝাটা বোঝার ছিল
জীবন শুরুর সাথে;
শিখলো তাহা এসে এবার
নিজেই হাতেনাতে।


এটাই জীবন এটাই বাস্তব
আর এটাই সাথের সাথী;
যায় না যাওয়া এড়িয়ে তারে
জ্বেলে নকল তেলের বাতি।


২১শে চৈত্র, ১৪৩০,
ইং ০৪/০৪/২০২৪,
বৃহস্পতিবার সকাল ৮টা।২৩৩০,২০/১৮৫, ০৬/০৪/২০২৪।