জন্ম মৃত্যুর ভাবনা ভেবে,
       আমরা মরে যাই;
কোথা থেকে কোথা যাব,
        কুল কিনারা নাই।

কে ধরবে হালের বৈঠা,
      আমি মাঝি নই;
আমি যাত্রী ওই নায়ের,
   কেমনে পাবো থই?

থৈ থৈ ওই চারি পাশে,
      অথৈ জলরাশি;
ভাসা ছাড়া উপায় নাই,
     তাইতো মোরা ভাসি।

একূল থেকে ভাসা শুরু,
      ওকূল পানে ধাই;
কোথায় তার শেষ সীমানা,
      মোদের জানা নাই।

৬ই শ্রাবণ, ১৪২৬,
ইং ২৩/০৭/২০১৯,
মঙ্গলবার, বৈকাল ৪ ঘটিকা। ৭৪০, তাং ২৩/০৭/২০১৯।