শ্রদ্ধায় স্মরি পঁচিশে বৈশাখ,
                এসেছিল রবি কবি;
বিশ্ব চিনিল বাংলা মাকে,
             চেতনার আলোর ছবি।


পঁচিশে বৈশাখ তুমি এসো-
মানুষের অজ্ঞানতার আঁধার সরিয়ে,
         চেতনার আলো জ্বেলে।


আঁধারে আঁধারে ঢেকে গেছে ধরা,
মুক্তি যাচে আজ ধরার মানুষেরা।


তোমার বড় প্রয়োজন আজ মানি,
আর্ত মানুষকে উদ্ধার কর-
       আর একটা রবি দানী।


সেই কবিগুরু আমাদের রবি,
মানুষের ব্যথা বুঝিতো যে সবই।


তাঁরই মন্ত্রে মন্ত্রিত হয়ে সব,
জগৎ জুড়িয়া উঠুক আবার,
     প্রেম, ভালবাসার কলরব।


মুছে যাবে সব মলিনতা,
            মানুষের মন হতে;
প্রদীপ্ত রবির কিরণে আলোকিত হবে,
         তুমি যদি থাক সাথে।


পঁচিশে বৈশাখ দিয়েছে প্রেম, দিয়েছে ভালবাসা,
শিখায়েছে বিদ্রোহের আগুন জ্বালাতে;
মানবতা বোধ, এই ধরণীতে চির অম্লান হউক,
জাতিধর্ম, ধনী, দরিদ্রের আত্মাতে, আত্মাতে।


২৫শে বৈশাখ, ১৪২৫,
ইং ০৯/০৫/২০১৮,
বুধবার, সকাল ১০টা। 466 dtd 09/05/2018