ঐ পদ্ম পাতায় শিশির বিন্দু-
             আর থাকবে কতক্ষণ?
মিলিয়ে যাবে রোদের তাপে,
          ভাসবে হাওয়ায় মন।


এমন জটিল ভাবনা চিন্তা,
        ভীষণ কঠিন লাগে মনে;
তাই মনে হয় ভাসিয়ে দেই,
      জীবন সহজ স্রোতের টানে।


সবাই ভাবে আমিও ভাবি,
         এই ভাবনার শেষ নাই;
একদিন অতলে তলিয়ে যাব,
        ভাবতে ভীষণ কষ্ট পাই।


শিশির বন্দু, ও জীবনের গতি,
         তাদের আর পার্থক্য কোথায়;
কখন কোথায় উবে যাবে,
          মিলবে কোন মাটির ধুলায়।


২০শে কার্তিক, ১৪২৪,
ইং ০৭/১১/২০১৭,
মঙ্গলবার, ভোর ৬টা।